Case Studies
20/07/2020
করোনার
সংকটকালীন সময়ে রোগীরা যেন
চিকিৎসা সেবা থেকে বঞ্চিত
না হয় সে জন্য
নিরলস ভাবে কাজ করে
যাচ্ছে কমিউনিটি আই কেয়ার এন্ড
রিসার্চ সেন্টার। মানবিক দিক বিবেচনা করে
সকল প্রকার সুরক্ষা সামগ্রির সুষ্ঠব্যবহার করে আমাদের সর্বাত্মক
প্রচেষ্টার মাধ্যমে, সেবা কার্যক্রম চালিয়ে
যাচ্ছি। ভবিষ্যৎতেও আমাদের এই সেবা কার্যক্রম
অব্যাহত থাকবে। কোভিড-১৯ সংক্রমণ শুরু
হওয়ার পর থেকে অন্যান্য
হাসপাতালের মত আমরাও সামনে
থেকে রোগীদের
সেবা প্রদান করছি। আমাদের ডাক্তার, নার্স এবং হাসপাতালের সকল
কর্মীবৃন্দ অত্যন্ত আন্তরিক। রোগীরাও আমদের সেবা গ্রহন করে
সন্তুষ্ট।
এছাড়াও
কমিউনিটি আই কেয়ার এন্ড
রিসার্চ সেন্টারের সম্মানিত চেয়ারম্যান জনাব ফেরদৌস আলম
মুকুল স্যারে & প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে করোনা ভাইরাসের
সচেতনতা মূলক কাজের অংশ
হিসেবে মাস্ক বিহীন রোগী এবং পথচারীদের
মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।
12/03/2020
কেউ হয়তো পুরো পৃথিবী ঘুরে দেখা হয়নি বলে অসুখী, কেউ আবার শুধুমাত্র একুটু চোখে দেখতে পেলেই সুখী হতে পারতো। ১০২ বছর বয়সের ভাড়ে নুইয়ে পড়া মসলেম উদ্দিন তার জীবনের শেষ প্রান্তে এসেও অন্যসব ইচ্ছেকে দূরে ঠেলে শুধু চায় আবারো চোখে দেখতে।
রংপুর কমিউনিটি আই কেয়ার & রিসার্চ সেন্টারের সকল কর্মী & সার্জনের অক্লান্ত প্রচেষ্টায় মসলেম উদ্দিন ফিরে পেয়েছে তার কাঙ্খিত দৃষ্টি।
রংপুর কমিউনিটি আই কেয়ার & রিসার্চ সেন্টারের সকল কর্মী & সার্জনের অক্লান্ত প্রচেষ্টায় মসলেম উদ্দিন ফিরে পেয়েছে তার কাঙ্খিত দৃষ্টি।
প্রি অপারেটিভ ভিশন HM= Hand movement সোজা বাংলায় সে কিছুই দেখতে পেতোনা।
পোষ্ট অপারেটিভ ভিশন ৬/১২ এখন সে সব দেখতে পায়।
যাবার আগে মসলেম উদ্দিন প্রান ভরে দোয়া করে গেছেন সবাইকে দিন শেষে এটাই প্রাপ্তি।
যাবার আগে মসলেম উদ্দিন প্রান ভরে দোয়া করে গেছেন সবাইকে দিন শেষে এটাই প্রাপ্তি।
8
gvP© AvšÍR©vwZK bvix w`em/2020 D`hvcb
w`e‡mi cÖwZcv`¨ t
ÒcÖRb¥ †nvK mgZvi
mKj bvixi
AwaKviÓ
Abyôvb
m~wP:
gvbe
eÜb : 05.03.2020
mKvj 11.00-11.30 †Rjv cÖkvmK Kvh©vjq PZ¡‡ii
mvg‡b|
i¨vwj
: 08.03.2020
mKvj 09.30 †Rjv cÖkvmK Kvh©vjq PZ¡i †_‡K ïiæ
Ges kni cÖ`wÿb †k‡l UvDb n‡j
Av‡jvPbv
mfv : 08.03.2020
mKvj 10.45 Av‡jvPbv Abyôvb| UvDb nj PZ¡i,
iscyi|
Abyôv‡bi AwZw_e„›`
cÖavb AwZw_: Rbve Avwme Avnmvb, †Rjv cÖkvmK, iscyi
we‡kl AwZw_:Rbve wecøe Kzgvi miKvi,cywjk mycvi, iscyi
:wni¤^ Kzgvi ivq,
wmwfj mvR©b, iscyi|
mfvcwZZ¡: KvImvi cvifxb, Dc-cwiPvjK, gwnjv welqK Awa`ßi, iscyi|
f~wgKv:
ÒcÖRb¥
†nvK mgZvi, mKj bvixi AwaKviÓGB cÖwZcv`¨‡K mvg‡b †i‡L †Rjv cÖkvmb I ‡Rjv gwnjv welqK Awa`ßi, Gi Av‡qvR‡b Ges BD‡KGBW Gi A_©vq‡b, mvBU‡mfvim© Gi mn‡hvwMZvq KwgDwbwU
AvB †Kqvi GÛ wim©vP †m›Uvimn Abvb¨ ‡e-miKvix cÖwZôv‡bi mn‡hvwMZvq 8gvP©
AvšÍR©vwZK bvix w`em h_vh_ gh©v`v I ¸iæ‡Z¡i mv‡_ cvjb Kiv nq|
ছবিতে বৃদ্ধার পিছনে কন্যা সন্তান, কোন চোখেই দেখেন না তিনি, বয়স আনুমানিক ৯০ এর উপরে। । কাছেই এক বাড়িতে স্বামী সন্তান নিয়ে সংসার করেন কন্যা সন্তান, প্রতিদিন প্রয়োজন অনুসারে এসে মা এর জন্য কাজ করে যান, দিনের অন্য সময় তার জন্য নির্জন, অন্ধকার আর একাকিত্ব, ছেলে সন্তানও তার আছে, বলতে গেলে কোন কাজেই আসে না, বেচে আছেন, অনেক দৈন্নতা, বিনামুল্যে অপারেশনের তথ্য জেনে, এই কন্যা সন্তানের উদ্দোগে তিনি আজ ছানী অপারেশনের জন্য আমাদের হসপিটালে এসেছেন। আল্লাহর রহমতে, ইনশা আল্লাহ, আগাম্যিকাল তিনি আবার দেখবেন।
তার সাথে কথা বলতে এসে, কুশলাদির পরে জিজ্ঞাসা করলাম, আপনার সন্তান ক'জন? পিএসপি থেকে তার মত আরো অনেকে এসেছে ছানী অপারেশনের জন্য। অনেকেই সেখানে তার সামনেই বসা ছিল। তিনি কিছু একটা উত্তর দিতে না দিতেই, উপস্থিত অন্যদের প্রতিক্রিয়া সত্যই লক্ষনীয়ঃ
প্রায় সকলেই সমস্বরে বলে উঠল, সন্তান থেকে লাভ কি? আমি হতভম্ব, থমকে গেলাম, বিস্মিত ও লজ্জিত চোখে তাদের দিকে তাকালাম, শুনতে থাকলাম তাদের কথা, তাদের দুর্ভোগের অভিজ্ঞতার কথা, তাদের কষ্টানুভুতির কথা, সন্তান, বৌমা দের আচরনের কথা, উপস্থিত সকলেই সক্রিয় অংশগ্রহন করল, লজ্জিত আমি, আমিও যে একজন সন্তান।
Lt Col (retd) Md Farid Alam, psc, PEng
Executive Director | CECRC
03 Sep 2016
চোখের রোগ ও রোগী বিশেষ করে ছানী রোগ নিয়ে কাজ করছে CECRC । গত এপ্রিল থেকে আগষ্ট পর্যন্ত সাইট সেভার্স এর প্রজেক্ট এর আওতায় যে সমস্ত রোগীদের বিনামুল্যে বা স্বল্প মুল্যে ছানী অপারেশন করা হয়েছে তার সংখ্যা ১৬০০ এর বেশী। এখানে ১৬৩৩ জনের বয়সের উপর ভিত্তি করে গ্রাফটি তৈরী করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, ৪৬ থেকে ৬৫ বতসর বয়সের রোগীর সংখ্যা সর্বাধিক।
চোখের যত্ন নিন, ৪০ এর কাছাকাছি বয়স হলে চোখ পরীক্ষা করিয়ে নিন।
CECRC
Lt Col (retd) Md Farid Alam, psc, PEng
Executive Director | CECRC
Case 1: Date: 22 Aug 16
Feeling the touch of
grandparents, enjoying the feel of being by the side of the humble and
destitute ones
Most Alomon Begum, having
estimated age of 90 years, a mother of 8 children, widowed long time ago,
forgot most of her past, can't see, and has problem of avoidable blindness. A
little support could possibly enable her to see, unfortunate enough, her eight
children failed/ could not/ did not feel the need/ did not extend that support
She is from Pirganj, Kajipara, Shanerhat, Reference Contact Cell:
1983973942
Today I was talking to
her while She was bought to CECRC for a free Cataract service with the fund of
Sightsavers, her eyes got wet, She was dreaming to see, She was found to be
wishing her best for all of us.
May Allah S.W.T enable
us to do something that may enable her to satisfy her dream
Lt Col (retd) Md Farid Alam, psc, PEng
Executive Director | CECRC